ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের ফলে কি অনলাইন অপরাধ কমবে?
- এ এইচ এম মহসীন
- ০২ এপ্রিল ২০২২, ০০:০০
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান কিভাবে অনলাইন অপরাধকে প্রভাবিত করতে পারে সে বিষয়ে সাইবার নিরাপত্তা সম্প্রদায়জুড়ে জল্পনা-কল্পনা বাড়ছে।
রাশিয়া ক্রমশই বিচ্ছিন্ন হয়ে পড়ছে, বাইরের সংস্থাগুলো এবং রাশিয়া নিজেই ফেডারেশনের সাথে ব্যবসা স্থগিত করেছে। এই বিচ্ছিন্নতা শুধু অর্থনৈতিক নয়, ডিজিটালও। দু’টি বৃহৎ ইন্টারনেট ব্যাকবোন অপারেটর রাশিয়ান ফেডারেশন এবং রাশিয়ার অভ্যন্তরীণ সেন্সরশিপ জান্তাও অনেক পশ্চিমা পরিষেবা ব্লক করছে।
বিশ্বব্যাপী সাইবার অপরাধ
নিঃসন্দেহে অনেক সাইবার অপরাধী রাশিয়ান ফেডারেশনের মধ্যে থেকে কাজ করে, কিন্তু কোনোভাবেই বেশির ভাগ অপরাধগোষ্ঠী সম্পূর্ণভাবে রাশিয়ান নয়। কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, লাটভিয়া, জার্মানি, ইউক্রেন এবং আপনি ভাবতে পারেন না এমন সব জায়গা থেকে সাইবার অপরাধে অংশগ্রহণকারীদের গ্রেফতার করা হয়েছে। সাইবার ক্রাইম সত্যিই একটি বিশ্বব্যাপী সমস্যা।
এমনকি রাশিয়ান সদস্য নিয়ে গঠিত গোষ্ঠীগুলো, যেমন- আন্তঃমহাদেশীয় কিছু র্যানসমওয়্যার গ্যাং যারা সম্প্রতি নানা হ্যাকের জন্য আলোচনায় এসেছে তাদের অবকাঠামোর খুব কমই রাশিয়ায় অবস্থিত। এই গ্রুপগুলো ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ায় হোস্ট করা প্রক্সি, টর এবং ভার্চুয়াল প্রাইভেট সার্ভারের অবকাঠামোর ব্যবহার করে। এমনকি যদি ভøাদিমির পুতিন ‘ইন্টারনেট কিল সুইচ’ ও ব্যবহার করার সিদ্ধান্ত নেন, তবুও এই কার্যকলাপ খুব বেশি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। এতে তাদের সাময়িকভাবে কাজ ব্যাঘাত হতে পারে কিন্তু তার বেশি কিছু নয়।
যদি রাশিয়া ইন্টারনেটে থেকে যায়, আমরা সম্ভবত ম্যালিসিয়াস সাইবার কার্যকলাপের বৃদ্ধি দেখতে পাবো, কারণ রাশিয়ার ক্রমবর্ধমান দুর্বল অর্থনীতিতে দক্ষ কর্মীরা নিজেদের বেকার হিসেবে খুঁজে পান।
কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের (সিআইএস) বেশির ভাগ সদস্য দেশ ঐতিহ্যগতভাবেই শক্তিশালী কম্পিউটার বিজ্ঞান শিক্ষা প্রোগ্রাম রয়েছে, যার ফলে সীমিত বৈধ চাকরির সুযোগ এবং একটি বিশাল দক্ষ কর্মীবাহিনী তৈরি হচ্ছে।
সাম্প্রতিক সময়ে অনেকেই পশ্চিমা কোম্পানিগুলোতে গ্রহণযোগ্য ভাতাসমৃদ্ধ চুক্তিভিত্তিক কাজ চেয়েছে, অন্যরা সাইবার অপরাধের দিকে ঝুঁঁকছে। চুক্তিভিত্তিক আইটি কাজ যদি ফুরিয়ে যায়, আমরা দেখতে পাবো অনেক প্রযুক্তি পেশাদাররা অন্ধকার দিকে ফিরে যাচ্ছেন তাদের মৌলিক চাহিদা মেটাতে। একটি বিটকয়েন মুক্তিপণ, যা বিধিনিষেধের আওতাভুক্ত নয়, এটি অনেকভাবে বিস্তার লাভ করতে পারে।
প্রস্তুতি নিন এবং সুরক্ষিত থাকুন
আমাদের যে বাস্তবতার মুখোমুখি হতে হবে তা হলো- আমাদের ইউজার, নেটওয়ার্ক এবং ডেটা রক্ষা করার দায়িত্ব আমাদের ওপরই ন্যস্ত। র্যানসমওয়্যার এবং অন্যান্য সাইবার অপরাধ কখনোই দূর হবে না, এমনকি যদি আমরা আমাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষকে গণমানুষের উন্মুক্ত ইন্টারনেট ব্যবহার থেকেও সরিয়ে ফেলি না কেন ।
অনলাইন অপরাধ বৈশ্বিক এবং ক্রিপ্টোকারেন্সির ডিজাইন অনুযায়ীই এটি সহজে নিয়ন্ত্রণ করা যায় না, তাই রাশিয়া সম্পৃক্ত থাক আর না থাক, এগুলো সাইবার অপরাধের অনুঘটক হিসেবে কাজ করবেই। তাই আপনার সাইবার সুরক্ষার কলাকৌশল আপডেট করার সেরা সময় এখনই।
লেখক : কান্ট্রি ম্যানেজার, সফোস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা